
প্রকাশিত: Tue, Jan 23, 2024 12:20 AM আপডেট: Mon, May 12, 2025 9:34 AM
[১]রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন
চৌধুরী হারুন: [২] ট্রাইব্যুনালের বিচারক এ. ই. এম. ইসমাইল হোসেন সোমবার এ রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়- ২০১১ সালের ১৫ জুলাই রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার উল্টাছড়ি এলাকায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ করেন শিক্ষক ইব্রাহীম। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা লংগদু থানায় মামলা করেন।
[৩] পরবর্তীতে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়। একইসঙ্গে আসামিকে একলাখ টাকা জরিমানাও করা হয়। ৯০ দিনের মধ্যে এ টাকা জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। জরিমানার টাকা মামলার ভুক্তভোগী ক্ষতিপূরণ হিসেবে পাবেন। সম্পাদনা : মুরাদ হাসান